হাজারীবাগে শিশু ধর্ষণ : মূল অভিযুক্ত রবিন গ্রেফতার
- নিজস্ব প্রতিবেদক
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৩
রাজধানীর হাজারীবাগে ১২ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি আকরাম হোসেন ওরফে রবিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিএমপির হাজারীবাগ বউবাজার এলাকা থেকে রবিনকে গ্রেফতার করে র্যাব-২-এর একটি দল।
র্যাব-২-এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারি পুলিশ সুপার খান আসিফ তপু জানান, মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ ডিসেম্বর রাতে ভুক্তভোগী শিশু বাসা হতে খালার বাসায় যাবার পথে হাজারীবাগ থানাধীন বৌবাজার ৩০ ফিট খালপাড় এলাকায় পৌঁছলে রবিনসহ ছয় থেকে আটজন বখাটে পথ রোধ করে।
এরপর পিতল কারখানার গলিতে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা রবিনসহ ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা দু’ থেকে তিনজনের বিরুদ্ধে হাজারীবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
র্যাব-২ আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ডিএমপির হাজারীবাগ বউবাজার এলাকা হতে রবিনকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতার হওয়া রবিনকে হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা