২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই : মহিলাসহ গ্রেফতার ৬

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই ঘটনায় মহিলাসহ গ্রেফতার ৬ - ছবি : নয়া দিগন্ত

রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে মহিলাসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে জেলার সদর উপজেলার কাজীবাধা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন- মো: আবুল কালাম আজাদ (৪৭), মো: মিন্টু শেখ (৫৫), আবুল কালাম আজাদের স্ত্রী মোসা: সেফালী বেগম (৪৩), মোসা: নাসিমা বেগম (২৮), মোসা: শিমু বেগম (২০) ও সোহাগী বেগম (২৫)।

রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে ছিনতাই হওয়া আসামি ফরিদ শেখকে এখনো গ্রেফতার করতে পারে নাই পুলিশ।

আসামি ফরিদ শেখ সদর উপজেলার কাজীবাধা গ্রামের মরহুম আহম্মদ আলীর ছেলে। সে এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ফরিদ শেখের বাড়িতে অভিযান পরিচালনা করে ৩১০ পিস ইয়াবা এবং চার বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় ফরিদকে হাতকড়া পড়ানো অবস্থায় গাড়িতে তুলে নেয়ার সময় তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এতে বাধ্য হয়ে তার হাতের হাতকড়া খুলে দেয়া হয়।

এ সময় বাঁশ দিয়ে পিটিয়ে আহত করা হয় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুল হাসানকে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম বলেন, ‘ফরিদ শেখকে মাদকসহ গ্রেফতারের পর তার পরিবার আমাদের ওপর হামলা চালায়। এতে এসআই ওয়াহিদুল হাসান আহত হয়েছেন এবং তিনি রাজবাড়ী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’

রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, ‘ফরিদ শেখ একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ফরিদ ও তার স্ত্রীকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।’

তিনি আরো বলেন, ‘সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনায় মামলা হয়েছে।’


আরো সংবাদ



premium cement
দেশে খেলাপি ঋণ বেড়ে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা বিডিআর আর সাগর-রুনি হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা : ডা: মাজহার কালীগঞ্জে চরকা টেক্সটাইলের যাত্রীবাহী বাসে আগুন পাহাড় কাটায় জড়িত শ্রমিক নয়, মালিকদের গ্রেফতারের নির্দেশ রিজওয়ানার ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, প্রত্যাশা মির্জা ফখরুলের কেয়া গ্রুপের চেয়ারম্যান খালেক কারাগারে নতুন ছাত্র সংগঠনে বৈষম্য ও সিন্ডিকেটের অভিযোগ এনে বিক্ষোভ, নাকচ করলেন নেতারা শিক্ষার্থী বন্ধুদের যোগ্যতা বাড়াতে মনোযোগী হতে হবে : শিবির সভাপতি রুয়েট ছাত্রলীগ সভাপতিসহ ৪ নেতা আজীবন বহিষ্কার বাংলাদেশসহ ১৪১টি দেশে যুক্তরাজ্যের ভিসার জন্য এআই চ্যাটবট চালু বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন

সকল