২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬
`

রাজবাড়ীতে ১৬ বছর পর আসছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

রাজবাড়ীতে দীর্ঘ ১৬ বছর পর আসছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার - ছবি : নয়া দিগন্ত

রাজবাড়ীতে দীর্ঘ ১৬ বছর পর আসছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তার আগমনের খবরে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে কর্মী সম্মেলনে বক্তব্য দেবেন সেক্রেটারি জেনারেল। সম্মেলনে আরো উপস্থিত থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ সহ-কেন্দ্রীয়, আঞ্চলিক ও স্থানীয় নেতারা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিটে জেলা জামায়াতের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় জেলা আমির অ্যাডভোকেট নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০০৮ সালে তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সর্বশেষ রাজবাড়ী জেলা সফর করেন এরপর দীর্ঘ ১৬ বছরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির অথবা সেক্রেটারি জেনারেল কেউ আর সফর করেননি।

তিনি বলেন, ‘২৮ তারিখের সম্মেলনে অন্তত ৫০ হাজার মানুষের সমাগম হবে, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। আমাদের সকল পর্যায়ের প্রস্তুতি প্রায় সম্পন্ন, এখন আমরা অপেক্ষা করছি শেষ মুহূর্তের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, তিনি যেন সফলভাবে এই সম্মেলন সম্পন্ন করার তৌফিক আমাদেরকে দান করেন।’

সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মো: হাসমত আলী হাওলাদার, জেলা সেক্রেটারি মো: আলিমুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য মো: হেলাল উদ্দিন ও পৌরসভা আমির ডা: হাফিজুর রহমান।


আরো সংবাদ



premium cement
ইংল্যান্ডের বিদায়, আশায় আফগানিস্তান পাটজাত পণ্যে ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্কের সমাধান চায় বিজেএসএ আমরা ক্ষমতায় গেলে পুঁজিবাজারকে ধারণ করব : আমীর খসরু প্রহসনের কোনো নির্বাচনে বাংলাদেশ মুসলিম লীগ অংশ নেয়নি : আব্দুল আজিজ হাওলাদার ১-৩ গোলে হার বাংলাদেশের ব্যাংকে কত টাকা আছে জানালেন নাহিদ ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের বিক্ষোভ আজ ভূ-রাজনৈতিক স্বার্থে রাখাইনে স্বীকৃতি পেতে পারে আরাকান আর্মি ভোরে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্রদের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা বেসরকারি শিক্ষার্থীদের ইংল্যান্ডকে বিদায় করে স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানিস্তান

সকল