২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

চীনের হাংজো দিয়াংজি ইউনিভার্সিটির সাথে ডুয়েটের সভা অনুষ্ঠিত

চীনের হাংজো দিয়াংজি ইউনিভার্সিটির সাথে ডুয়েটের সভা অনুষ্ঠিত -

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাথে চীনের জেইজিয়াং প্রদেশের হাংজো দিয়াংজি ইউনিভার্সিটির স্কুল অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ‘কোলাবোরেশন অ্যান্ড এমওইউ’ বিষয়ক অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সভায় যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। এ সময় যুক্ত ছিলেন প্রো-ভিসি ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার।

এ সময় আরো যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এমওইউ সম্পাদন সংক্রান্ত কমিটির সদস্য অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, অধ্যাপক ড. মো: আনওয়ারুল আবেদীন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তৈয়ব।

অপরদিকে সভায় যুক্ত ছিলেন হাংজো দিয়াংজি ইউনিভার্সিটির স্কুল অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. জিং নি এবং প্রফেসর হু।

ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন অনলাইন মিটিংয়ে যুক্ত হওয়ার জন্য প্রফেসর ড. জিং নি-কে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় তিনি বলেন, ‘আমরা শিক্ষা, গবেষণা, প্রকাশনার ক্ষেত্রে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশনের মাধ্যমে ডুয়েটকে দেশের অন্যতম একটি শিক্ষা ও গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে চীনের হাংজো দিয়াংজি ইউনিভার্সিটির সঙ্গে কোলাবোরেটিভ রিসার্চ, যৌথ প্রজেক্ট, পাবলিকেশন, সেমিনার, সিম্পোজিয়াম, বিদেশি বিশ্ববিদ্যালয়ের ল্যাব ব্যবহারের সুযোগ সৃষ্টি, শিক্ষার্থীদের যৌথ সুপারভিশন, ভিজিট, ফ্যাকাল্টি ও শিক্ষার্থী এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করার উদ্যোগ গ্রহণ করতে চাই।’ এ লক্ষ্যসমূহ অর্জনে উভয় বিশ্ববিদ্যালয় একত্রে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রো-ভিসি অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার ডুয়েট সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন দেন।

তিনি রিসার্চ, স্কলারশীপ ও কোলাবোরেশন অ্যান্ড রিসার্চ স্ট্র্যাটেজিস প্রণয়নের প্রতি গুরুত্ব তুলে ধরে কিভাবে শিক্ষার্থীরা হাংজো দিয়াংজি ইউনিভার্সিটির সাথে যুক্ত হয়ে যৌথভাবে কাজ করতে পারে, সে বিষয়গুলো আলোকপাত করেন।

প্রফেসর ড. জিং নি হাংজো দিয়াংজি ইউনিভার্সিটির সম্পর্কে প্রেজেন্টেশন দিয়ে ডুয়েট ও হাংজো দিয়াংজি ইউনিভার্সিটির মধ্যে কোলাবোরেশনের মাধ্যমে রিসার্চ, ভিজিট, ফ্যাকাল্টি ও শিক্ষার্থী এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য কৌশল ও নীতি নিয়ে আলোকপাত করেন।

তিনি ডুয়েটের শিক্ষার্থীদের সাথে এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুকরণের মাধ্যমে ক্যারিয়ার, উচ্চশিক্ষা গ্রহণ, স্কলারশীপ ও গবেষণা সেক্টরে হাংজো দিয়াংজি ইউনিভার্সিটির সাথে যুক্ত হয়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।

এ সময় উভয় বিশ্ববিদ্যালয়ের অন্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
যাত্রাবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা, ছিনতাইকারীর গুলিতে আহত ১ ছিনতাইকারী সন্দেহে টঙ্গীতে যুবককে হত্যা, উত্তরায় ২ জনকে ঝুলিয়ে গণপিটুনি একটি পরিবারকে আমানতের ৮৭ শতাংশ দেয়া হয়েছে : গভর্নর টাঙ্গাইলে বনভোজনের বাসে ডাকাতি, অস্ত্রের মুখে মালামাল লুট চীনের হাংজো দিয়াংজি ইউনিভার্সিটির সাথে ডুয়েটের সভা অনুষ্ঠিত আমিরাতে নারী জাতীয় দলের প্রথম ম্যাচ কাল নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ বুধবার কেরানীগঞ্জে পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যা, প্রেমিক আটক তৃতীয় ম্যাচে বাংলাদেশ কাবাডি দলের জয় জাতীয় নাগরিক কমিটির কেউ চীন সফরে যাচ্ছেন না নারায়ণগঞ্জের সমাবেশে জেলা যুবদল ও ফতুল্লা বিএনপির শো ডাউন

সকল