২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

মানিকগঞ্জে ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত ১, আহত ৮

- ছবি : নয়া দিগন্ত

মানিকগঞ্জের সিংগাইরে আঞ্চলিক মহাসড়কে ট্রাক, পিকআপ ও সিএনজির সংঘর্ষে মো: কাইয়ুম (৩০) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাইয়ুম সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর ভাকুম এলাকার আব্দুল মোল্লার ছেলে বলে জানা গেছে।

আহত ব্যক্তিরা হলেন হরিরামপুর উপজেলার ঝিটকা সোনাকান্তা গ্রামের হারুন বিশ্বাসের ছেলে পলাশ বিশ্বাস (৩৫) একই উপজেলার গোপালপুর গ্রামের অনিল দত্তের ছেলে সঞ্চয় কুমার দত্ত (৬০), ঢাকার গ্রিন রোডের নিজাম উদ্দিনের ছেলে আলমগীর কবির সরকার (৩৫), ময়মনসিংহ জেলার ইসাগঞ্জের সুজন মিয়ার ছেলে মোশাররফ (৩৫), সিংগাইর উপজেলার আজিমপুর গ্রামের উসমানের ছেলে রিপন (৪০), একই গ্রামের শেখ আমের আলীর ছেলে ওমর আলী (৫৮), সাভার আড়াপাড়া এলাকার গফুর বিশ্বাসের ছেলে মামুন (৪২) ও ময়মনসিংহ জেলার হাবিবুর রহমানের ছেলে মেহেদী (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে ঢাকাগামী পিকআপটির সাথে মানিকগঞ্জের দিকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপচালক কাইয়ুম নিহত হয়। এ সময় মানিকগঞ্জগামী ট্রাকের পেছনে থাকা সিএনজি ট্রাকের নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

এদিকে দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। ঘটনার পর পুলিশ দু’টি ট্রাক ও একটি সিএনজি জব্দ করলেও ট্রাকচালক পলাতক রয়েছে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার জানান, এ ঘটনায় একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement
কুলাউড়ায় সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময় ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করতেই পিলখানা হত্যাকাণ্ড : ফখরুল ইসলাম শহীদ আবু সাইদের নামে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ চাঁদপুরে ফ্ল্যাট থেকে দম্পতির লাশ উদ্ধার ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি হারুন, সম্পাদক হায়দার ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি হারুন, সম্পাদক হায়দার ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি হারুন, সম্পাদক হায়দার আমিরাতে পৌঁছেছে নারী ফুটবল দল সরকারি চাকরিতে ফ্যাসিবাদের কোনো দোসরকে বিবেচনার সুযোগ নেই : বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ ব্যাংক শিগগিরই পূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত হবে : গভর্নর নোবিপ্রবির সাথে ইবনে সিনা ট্রাস্টের সমঝোতা স্মারক স্বাক্ষর

সকল