রাজবাড়ীর পাংশায় ট্রাকের ধাক্কায় পথচারী মৃত্যু
- রাজবাড়ী প্রতিনিধি
- ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৮
রাজবাড়ীর পাংশায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় আরজিনা খাতুন (৫০) নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।
আজ মঙ্গলবার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশার বাবুপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরজিনা খাতুন পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের মরহুম মোতালেব প্রামানিক স্ত্রী।
সূত্রে জানা যায়, আরজিনা প্রতিদিনের মতো সকালে রাস্তায় হাঁটতে বের হয়। পরে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাক ওই নারীকে চাপা দেয়। স্থানীয়রা এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পারি বাবুপাড়া ইউনিয়নের সামনে এক পথচারীকে ধাক্কা দিয়ে একটি ট্রাক পালিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ওই নারী মারা গেছে। তবে কেউ ওই ট্রাকটির নাম্বার বলতে পারে নাই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা