২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

গাজীপুরে ২ শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

- ছবি : প্রতীকী

গাজীপুরে পৃথক ঘটনায় এক শিশুসহ দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। উভয় ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে জিএমপির বাসন থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন চাঁদপুরের কচুয়া থানার চাঁনপাড়া গ্রামের বাসিন্দা ও গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের নিরাপত্তাকর্মী নজরুল ইসলাম (৩৫) এবং পটুয়াখালীর নৌমালা এলাকার আবুল হোসেনের ছেলে গাজীপুরের ঝিলিক স্টুডিওর কর্মচারি হাসান (২৮)।

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী (২০) লেখাপড়ার খরচ চালাতে চাকরি খুঁজছিলেন। শনিবার ভোরে তিনি গ্রামের বাড়ি জামালপুরের উদ্দেশে রওয়ানা হন। পথে তিনি স্থানীয় দিঘিরচালা এলাকার বাচ্চু সরকারের বাড়ির সামনে পৌঁছালে তার পথরোধ করেন কলেজের নিরাপত্তাকর্মী নজরুল ইসলাম। একপর্যায়ে তাকে বাড়ির পেছনে নিয়ে ধর্ষণ করেন ওই নিরাপত্তাকর্মী। পরে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেন। এ ব্যাপারে রোববার রাতে ওই নারী শিক্ষার্থী বাসন থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নজরুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতার নজরুল ইসলাম স্থানীয় দিঘিরচালা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

এদিকে, রোববার সন্ধ্যায় একই থানার ভোগড়া মধ্যপাড়া এলাকার ঝিলিক স্টুডিও’তে ছবি তুলতে যায় স্থানীয় একটি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার বাবা সেখানে গিয়ে দরজা হালকা চাপানো অবস্থায় স্টুডিওর কর্মচারি হাসান আলীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় শিশুটি তার বাবার কাছে জোরপূর্বক ধর্ষণের কথা জানালে স্টুডিওর কর্মচারি হাসান আলীকে আটক করে পুলিশে খবর দেন।

এব্যাপারে জিএমপি’র বাসন থানার ওসি কায়সার আহম্মেদ জানান, উভয় ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement