পাংশায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
- রাজবাড়ী প্রতিনিধি
- ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৬
রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় শাম্মু মিয়া (৪৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় বাইসাইকেল আরোহী সাহেদ আলী গুরুতর আহত হন। তিনি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পাংশা উপজেলার রুপিয়াট জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাম্মু পাংশার বাংলাট এলাকার সাবেক পুলিশ অফিসার মরহুম সাঈদ মিয়ার ছেলে।
পাংশা থানার ওসি সাহাবুদ্দিন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাম্মু মিয়া একটি মোটরসাইকেলে করে পাংশা যাচ্ছিলেন। পথ্যিমধ্যে রুপিয়াট এলাকায় হঠাৎ করে অপর একটি বাইসাইকেলের সাথে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ধাক্কায় শাম্মু নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মসজিদের দেয়ালে আঘাতপ্রাপ্ত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হলে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। রাজবাড়ীতে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে শাম্মু মিয়া মৃত্যুবরণ করেন।