২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

সর্বস্তরে দুর্নীতি, বিবেককে কাজে লাগিয়ে মুক্ত হতে হবে : দুর্নীতি দমন কমিশনার

মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দুর্নীতির বিরুদ্ধে ১৭১তম গণশুনানির অনুষ্ঠান - ছবি : নয়া দিগন্ত

দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেছেন, ‘সর্বত্রই দুর্নীতি গ্রাস করেছে। আমাদের বিবেককে কাজে লাগিয়ে দুর্নীতি মুক্ত হতে হবে।’

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশন আয়োজিত ১৭১তম গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, ‘বিচার, ভূমি, আয়কর, প্রশাসনসহ সব ক্ষেত্রই দুর্নীতিতে নিমজ্জিত। এদেশের প্রধান বিচারপতিকে পালিয়ে যেতে হয়। যা সু-নীতি নয়। জনগণের করের টাকায় যাদের বেতন হয়, সংসার চলে সেই জনগণের সাথেই কেমন করে তারাই খারাপ ব্যবহার করে, ঘুষ নেয়? আমাদের এই মানসিক অবস্থা হতে বের হতে হবে।’

মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) হাফিজ আহ্সান ফরিদ, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন, উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারেস ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খবিরুল আলম চৌধুরী।

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ; হবে সোনার বাংলাদেশ’ এ স্লোগানে আয়োজিত গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণের ৫৮টি অভিযোগ মানিকগঞ্জ জেলার সব সরকারি দফতর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরা হয়। একই সাথে সেবা বঞ্চিত জনসাধরণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়।

তিতাস গ্যাস, মানিকগঞ্জ পৌরসভা, ভূমি অফিস, মানিকগঞ্জ সদর হাসপাতাল, জেলা কারাগার, সান লাইফ ইন্সুরেন্স, গোল্ডেল লাইফ ইন্সুরেন্স, পদ্মা লাইফ ইন্সুরেন্স, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, পল্লী বিদ্যুৎ সমিতি, পরিবেশ অধিদফতর, সাব রেজিস্ট্রি অফিস, জাগির ইউনিয়ন, সদর উপজেলা কৃষি অফিস, জেলা খাদ্য অফিস, মহিলা ও শিশু বিষয়ক অধিদফতর,পাওয়ার গ্রীড কর্তৃপক্ষ (বিদ্যুৎ), মানিকগঞ্জ সদর থানা, সড়ক ও জনপথ বিভাগ, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রাণালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও সরকারি দেবেন্দ্র কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন ভুক্তভোগী ব্যক্তিদের লিখিত অভিযোগের শুনানি করা হয়।

সভাপতির বক্তব্যে ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘তরুনদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশে আমরা প্রতিটা ক্ষেত্রে দুর্নীতিমুক্ত পরিবেশ দেখতে চাই। জনগনকেও সচেতন হতে হবে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে কোনো কাজেই আমরা অবৈধ লেনদেন করবো না।’

মানিকগঞ্জে গত প্রায় ১৫ বছর ধরে বাসা-বাড়িতে গ্যাস সংযোগ থাকলেও গ্যাসের কোন প্রেশার নেই এবং গ্যাসের চুলাগুলো সম্পূর্ণ গ্যাস সংযোগ শূন্য। এর পরেও নিয়মিত বিল নিচ্ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং আবেদন করা সত্ত্বেও সংযোগ বিচ্ছিন্ন করছে না। গত ২০১৪ সালের ১৬ সেপ্টেম্বর মানিকগঞ্জ পৌরবাসী গ্যাসের দাবিতে মিছিল করলে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের নির্দেশে পুলিশ নির্বিচারে পৌর নাগরিকদের ওপর গুলি চালায়। সে সময় পেশাগত দায়িত্ব পালন কালে গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন বর্তমানে মানিকগঞ্জ প্রেসক্লাবে সদস্য সচিব ও নয়া দিগন্তের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো: শাহানুর ইসলাম, জেলা ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের তৎকালিন কোষাধ্যক্ষ মো: দেলোয়ার হোসেনসহ দু’শতাধিক মানুষ। গুলিবিদ্ধ আহত ও বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশ মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর হয়রানি করে।

গ্যাসের বিষয়ে আলোচনার সময় দুর্নীতি দমন কমিশনের কমিশনার হাফিজ আহসান ফরিদ বলেন, ‘জনশ্রুতি আছে বিগত সময়ে ভারতীয় সীমন্ত এলাকায় আমাদের গ্যাসক্ষেত্র ও কূপগুলোকে অনেকটাই অকার্যকর করে রাখা হয়েছিলো। কারণ, ভারতের গ্যাস ক্ষেত্রগুলোও একই এলাকায়। আমাদের গ্যাস উত্তোলন করলে ভারতীয় গ্যাসের চাপ কমে যাবে তাই এ ব্যবস্থা করে রাখা হয়েছে।’

এ সময় বক্তা ও ভুক্তভোগীরা বলেন, ‘সিলিন্ডার গ্যাস কোম্পানির থেকে কমিশন নিয়ে লাইনের গ্যাস বন্ধ করে রাখা হয়েছে। পৌর নাগরিকদের পক্ষ হতে দাবি করা হয় বিগত সময়ে গ্যাস না নিয়ে যে বিল নেয়া হয়েছে তা জনগণকে ফেরত দেয়া হোক।’


আরো সংবাদ



premium cement
মঙ্গলবার থেকে সাজেকে ভ্রমণ নিরুৎসাহিত করেছে প্রশাসন নোয়াখালীতে আ’লীগ নেতা গ্রেফতার যৌন নীপিড়ন ও শ্লীলতাহানির অভিযোগে ওসির বিরুদ্ধে মামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ ঢাকায় কেমন রাজনৈতিক বিন্যাস চায় দিল্লি বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়ে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে : তৌহিদ শিক্ষা কার্যক্রম শুরু করল কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় পুলিশের উপর হামলা করে আ’লীগ নেতাকে ছিনতাই বর্তমান পরিস্থিতিতে আনসার সদস্যরা দৃঢ় ভূমিকা পালন করছে : ডিজি ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির হলেন মুবারক হোসাইন আকন্দ বিডিআর গণহত্যা : জাতীয় নিরাপত্তা উদ্বেগ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামায়াত ঘোষিত কর্মসূচি আপাতত স্থগিত

সকল