কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
- কিশোরগঞ্জ প্রতিনিধি
- ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০২
কিশোরগঞ্জে রেলওয়ে স্টেশনের অদূরে সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকায় আব্দুল মজিদ (৪৫) নামে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ স্টেশন থেকে আন্তঃনগর এগারসিন্দুর (প্রভাতী) ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদের বাড়ি জেলার নিকলী উপজেলায়। তিনি সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া গ্রামের হাজী আব্দুর রহিমের ছেলে।
পুলিশ কর্মকর্তা (ওসি) লিটন মিয়া বলেন, সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ থেকে আন্তঃনগর এগারোসিন্দুর প্রভাতী ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ সময় সিদ্ধেশ্বরী কালীবাড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মারা যান আব্দুল মজিদ। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা