বনশ্রীতে ছিনতাইয়ের ঘটনায় এখনো হয়নি মামলা, নেই গ্রেফতার
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৫
রাজধানীর বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে প্রায় দুই শ’ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তবে, এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী মো: আনোয়ার হোসেন গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান আকন্দ বলেন, ‘এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ করলে মামলা হবে।’
কাউকে গ্রেফতার করা হয়নি বলেও জানান তিনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এতে দেখা যায়, একটি মোটর সাইকেলে করে ছয়-সাতজন লোক এসে আনোয়ার হোসেনের ওপর হামলা চালায়। তাকে গুলি করে ব্যাগ নিয়ে ছিনতাইকারীদের চলে যেতে দেখা যায় ভিডিওতে।
সূত্র : বিবিসি