২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

- ছবি : নয়া দিগন্ত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সমবেত হয়। পরে দুপুর ১২টায় একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যলয়ের প্রধান ফটক ডেইরি গেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শুরু করে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবস্থান করেন তারা। এসময় মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

অবরোধ চলাকালীন সময়ে শিক্ষার্থীদেরকে দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ, এক দুই তিন চার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই, স্বরাষ্ট্র উপদেষ্টার গদিতে আগুন জ্বালো একসাথে, একশন একশন ডাইরেক্ট একশন, সারাদেশে ছিনতাই কেনো, প্রশাসন জবাব চাই, রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই, মা-বোনদের নিরাপত্তা দে, নইলে গদী ছাইড়া দে প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

এ সময়ে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, ‘জুলাই অভ্যুত্থানে দু‘হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদের আকাঙ্খা ছিল দেশের মানুষ সুশাসন ফিরিয়ে পাবে। দেশে মানবাধিকার থাকবে, মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা থাকবে। কিন্তু দেশে প্রতিনিয়ত ধর্ষণ, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের সার্বিক নিরাপত্তা প্রতিষ্ঠায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা চাই সরকার দেশের মানুষের সার্বিক নিরাপত্তা প্রতিষ্ঠায় কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন।‘

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরিফুজ্জামন উজ্জ্বল বলেন, ‘সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাইনি। গণ-অভ্যুত্থানের পর রাতের বেলা সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হন, তাহলে দ্রুত পদত্যাগ করুন। আমরা বিকল্প ব্যবস্থা খুঁজে নেব। অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন এলাকায় জুলাই আন্দোলনকারীদের ওপর যখন বর্বর হামলা চলছিল, তখন তিনি ডেভিল হ্যান্টের নামে বিপ্লবীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছেন। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এখনো আওয়ামী দোসররা বহাল রয়েছে। তাদের দ্রুত চাকরিচ্যুত করতে হবে।‘

তিনি বলেন, ‘সারাদেশে খুন, ধর্ষণ ও ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে। আজকের মধ্যে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নিলে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করা হবে।‘

তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ‘ছাত্র জনতার অভ্যত্থানের পর জনগণের আকাঙ্খার সরকার দায়িত্ব গ্রহণ করে। কিন্ত জনগণ যে আকাঙ্খা থেকে এই সরকারকে দায়িত্ব দিয়েছে তারা সে দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। দেশে ধর্ষণ, খুন, সন্ত্রাস, ছিনতাই প্রতিনিয়ত ঘটছে যা এই সরকারের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার পরিচয়। সরকারের কাছে বলবো, যথাযথ পদক্ষেপ নিতে যদি কোনো নির্দিষ্ট মহল বাধা দেয় তাহলে আপনারা জনগণের কাছে তা পরিষ্কার করেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার যথাযথ পদক্ষেপ নেন। দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার সার্বিক উন্নয়ন করতে না পারলে আমরা সাধারণ শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কঠোর আন্দোলনের ডাক দেবো।‘


আরো সংবাদ



premium cement
অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরো ৫৮৯ নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয় : আমীর খসরু শুরুর ধাক্কা সামলে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৪২০ অভিবাসী আটক ড. ইউনূসকে আলজেরিয়া সফরের আমন্ত্রণ বৈষম্যবিরোধীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার হাসিনা নাগরিক সমাজ দমনে বিচার ব্যবস্থাকে ব্যবহার করে : জাতিসঙ্ঘ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে : মিজা ফখরুল বিএনপি ছাড়া জনগণের হাতে কোনো বিকল্প নেই : খন্দকার মোশাররফ চাঁদাবাজি বন্ধে শ্রমিকদের সড়ক অবরোধে যান চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা সরকারের সকল দফতরে ই-ফাইলিং চালুর সিদ্ধান্ত

সকল