২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে গাজীপুরে রেললাইন অবরোধ

- ছবি - ইউএনবি

একটি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

সোমবার সকাল থেকে অবরোধের কারণে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার সঙ্গে উত্তরবঙ্গে চলাচলকারী চারটি ট্রেন দু’দিকে আটকা পড়ে।

উত্তরবঙ্গগামী বুড়িমারী এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস কালিয়াকৈরের মৌচাক স্টেশন ও জয়দেবপুর ষ্টেশনে ও ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা কমিউটার টাঙ্গাইলের মহেরা স্টেশন ও মির্জাপুর স্টেশনে আটকা পড়ে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২০মিনিটে কালিয়াকৈর উপজেলার হাইটেক রেলস্টেশনের সামনের রেললাইন অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, ‘বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। তবে তাদের এ নাম পছন্দ হয়নি। তাদের দাবি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখতে হবে। দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করতে হবে ‘

এর আগে আরো দু’দিন তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে। সেসময় তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভও করেছিলেন।

সোমবার সকালে তারা প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ করেন। পরে তারা পাশেই হাইটেক রেলস্টেশনের সামনে অবস্থান নিয়ে রেললাইন অবরোধ করে রেখেছেন।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রেললাইন অবরোধ করেছেন। তারা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছু সময় আটকে রেখেছিলেন, পরে ছেড়ে দিয়েছেন। তবে সাময়িক সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলের দু’দিকে এখন পর্যন্ত চারটি ট্রেন আটকা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী জিআরপি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
সাজেকের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ৫০টিরও বেশি রিসোর্ট-রেস্টুরেন্ট কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু স্ত্রীসহ নিক্সন চৌধুরী ও খাইরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা খেজুরের দাম কমল ৩০ থেকে ৪০ শতাংশ শান্তর ফিফটি, ব্যর্থ হৃদয়-মুশফিক দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে ধৈর্যের সাথে কাজ করতে হবে : সেনাপ্রধান জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ নওগাঁয় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু উপদেষ্টার পদত্যাগ দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা বাধার মুখে মিরসরাইয়ে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২ বাংলাদেশের যেখানেই অনিয়ম-দুর্নীতি সেখানেই যুদ্ধ : জামায়াত আমির

সকল