গাজীপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৮
গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই চাচাত ভাই নিহত হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শৈলাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অনিক মণ্ডল (২৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে এবং রিয়াদ মণ্ডল (২২)একই এলাকার শামীম আল মামুনের ছেলে।
সূত্রে জানা গেছে, রোববার রাতে অনিক ও রিয়াদ মোটরসাইকেলে শৈলাট থেকে কাচিনা যাচ্ছিলেন। পথে শৈলাট এলাকার শিপ্রা গার্মেন্টস এলাকয় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে তাদের সংঘর্ষ হয়। এ সময় অনিক ও রিয়াদ গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে অনিককে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল এবং রিয়াদকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে রিয়াদ ও রাত ১১টায় অনিকের মৃত্যু হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি।