২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দ্রুততম সময়ে নির্বাচন দিন : নজরুল ইসলাম খান

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন নজরুল ইসলাম খান - ছবি : নয়া দিগন্ত

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দ্রুততম সময়ে নির্বাচন দিন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘স্থানীয় নির্বাচন দিয়ে কখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে না। এর জন্য দরকার জাতীয় সংসদ নির্বাচন। আমরা বলিনি, বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেন। বিএনপি জোর করে ক্ষমতায় যেতে চায় না। বিএনপি চায় একটি সুষ্ঠু নির্বাচন। জনগণ যাকে ভোট দেবে সেই সরকারে যাবে। এজন্য দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন দিতে হবে।’

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশের বৃহত্তম কল্যাণকর পরিবর্তনের সবগুলোই করেছে বিএনপি। বাকশালের গোরস্থানে দাঁড়িয়ে এদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ ১৬ বছর ধরে লড়াই করেছে স্বৈরাচারের পতনের জন্য। ৫ আগস্ট আমাদের চূড়ান্ত বিজয় হয়েছে। তবে আমাদের লড়াই এখনো শেষ হয়ে যায়নি। ফ্যাসিবাদের পতন হয়েছে। এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আব্দুস সালাম পিন্টুকে যারা ঘর থেকে বের করে দিয়েছিল আল্লাহ তাদের দেশ থেকেই বের করে দিয়েছে।

এ সময় নজরুল ইসলাম খান নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এমন কিছু করবেন না, যাতে বিএনপির বদনাম হয়। কেউ অন্যায় করবেন না, অন্যায়কে প্রশ্রয় দিবেন না। আপনাদের দু’য়েক জনের অপকর্মের ফল পুরো দল বহন করবে না। আমাদের কেউ কোনো অত্যাচার জুলুম করলে তার ফল আমাদের সবাইকে ভোগ করতে হবে। তাই কেউ কোনো অন্যায় করলে তাকে থামিয়ে দিবেন।’

দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে টাঙ্গাইলে প্রথমবারের মত কোনো জনসভায় ভাষণ দেন বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু। আব্দুস সালাম পিন্টু তার ওপর নির্মম নির্যাতনের বর্ণনা দিয়ে বলেন, ‘স্বৈরাচারী সরকার আমাকে ফাঁসি দিয়েছিল। আমাকে কী রকম নির্যাতন করা হয়েছে যারা দেখেন নাই তারা অনুভব করতে পারবে না। আমাকে সারারাত নির্যাতন করে পর দিন অর্ধমৃত অবস্থায় কোর্টের বারান্দায় ফেলে রাখা হয়েছিল। আমাকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন দেখেছি ড্রিল মেশিন দিয়ে অনেকের হাঁটু ছিদ্র করে দেয়া হয়েছে। তারা হাসপাতালে কাতরাতে কাতরাতে মৃত্যুবরণ করেছে।’

তিনি বলেন, ‘১৯১৮ সালে আমাকে ফাঁসির আদেশ দেয়ার পর আমাকে কনডেম সেলে রাখা হয়েছিল। আমার পাশের রুম থেকে অনেককেই ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়া হয়েছে। আমার ওপর নির্যাতনের বর্ণনা দিলে আপনাদের গা শিউরে উঠবে। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। স্বৈরাচারী শেখ হাসিনাকেও আল্লাহ ছেড়ে দেননি।’

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের পরিচালনায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও বিএনপির সহ-সম্পাদক সাইদ ছোরহাব প্রমুখ বক্তব্য দেন।


আরো সংবাদ



premium cement
পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মধ্যরাতে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ‘২০০ ভরি’ স্বর্ণালঙ্কার ছিনতাই পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা নতুন গবেষণা ইনস্টিটিউটের আত্মপ্রকাশ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল জার্মান নির্বাচন : বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ

সকল