২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

অভিনেতা আজাদ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি

নাট্য অভিনেতা আজিজুর রহমান আজাদ - ছবি : নয়া দিগন্ত

আশুলিয়ার শিল্পাঞ্চলে নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে আহত নাট্য অভিনেতা আজিজুর রহমান আজাদকে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৩টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় অভিনেতার মা-বাবা, মামা ও স্ত্রীকেও মারধর করে দুর্বৃত্তরা।

গুলিবিদ্ধ আজিজুর রহমান আজাদ আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো বেপারীপাড়া এলাকার আমির আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, অভিনেতা আজিজুর তার মা, বাবা ও স্ত্রীকে নিয়ে আশুলিয়ার জিরাবো বেপারীপাড়া এলাকায় নিজ বাড়িতে বসবাস করেন। রোববার ভোর রাতে তাদের তিন তলা বাড়ির দু’তলার রান্না ঘরের গ্রিল কেটে তিনজন অস্ত্রধারী দুর্বৃত্ত প্রবেশ করে। এ সময় অভিনেতা আজাদ ও তার স্ত্রী বিষয়টি বুঝতে পেরে বের হন। পরে দুর্বৃত্তরা আজাদকে লক্ষ করে গুলি ছুঁড়ে। এ সময় আজাদের দু’পায়ে তিনটি গুলি লাগে। একই সময় তার স্ত্রী রোকসানা হককেও রান্না করার কড়াই দিয়ে আঘাত করে এবং তার বাবা আমির আলী, মামা আজিজুর নেহারকে মারধর করে আহত অবস্থায় ফেলে পালিয়ে যায় দূর্বৃত্তরা।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর উত্তরায় শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করেন।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আলম সিদ্দিক বলেন, ‘ভোর রাতে দুর্বৃত্তরা রান্না ঘরের জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। এ সময় আজাদ বুঝতে পেরে বাইরে বের হলে তার দুই পায়ে গুলি করে। তার স্ত্রী বের হলে তাকেও মারধর করে পালিয়ে যায় তারা ‘

তিনি বলন, ‘তাদের বাড়ির কোনো জিনিসপত্রও খোয়া যায়নি। ডাকাতি কিংবা কোন উদ্দেশে গুলি করা হয়েছে তা স্পষ্ট নয়। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’


আরো সংবাদ



premium cement
পাবিপ্রবিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‘মানুষের অধিকার রক্ষা ও কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াত নেতাকর্মীদের কাজ করতে হবে’ পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হবিগঞ্জে মাইক্রোবাস ও পিকআপের সংঘর্ষে আহত ৭ জুনে নেপালের বিদ্যুৎ আসবে বাংলাদেশে পানছড়িতে আগুনে পুড়ল প্রবাসীর বসতঘর পাকিস্তানকে উড়িয়ে সেমিফাইনালের দোরগোড়ায় ভারত ন্যাটো সদস্যপদ দিলে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগে রাজি জেলেনস্কি গফরগাঁওয়ে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত বাস্তবতা বুঝতে বললেন কোচ বাটলার কটিয়াদীরের স্বাধীন মিয়া দেশ সেরা দ্রুততম মানব

সকল