মুন্সিগঞ্জে পোশাককর্মীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১
- মুন্সিগঞ্জ প্রতিনিধি
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০০
মুন্সিগঞ্জের সিরাজদীখানে নারী পোশাককর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মো: বাবুল (৩৩) নামে আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নারায়নগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাবুল জেলার সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের চর চসুমদ্দিন গ্রামের মো: শামসুদ্দিনের ছেলে। এর আগে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মামলার প্রধান আসামি নুরুল ইসলাম নুরুকে (৩৫) গ্রেফতার করে পুলিশ।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, বাবুলকে আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ওই নারী পোশাককর্মী সিরাজদীখান উপজেলার মোল্লাকান্দি বালুরচর গ্রামের ডিসি প্রজেক্ট সংলগ্ন স্থানে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা