২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

মানিকগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১

- ছবি : নয়া দিগন্ত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বজ্রপাতে জাহিদ হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার জমজ ভাই জাকির হোসেন (২৪) গুরুতর আহত হয়েছেন।

নিহত জাহিদ হোসেন তিল্লি গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে। এ সময় জাকির হোসেনকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম বলেন, ‘শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার মধ্যে যেকোনো সময় জাহিদ হাসান তিল্লি বাজারের পুকুরের উত্তর পাশে তাদের পৈত্রিক জমিতে সরিষা তুলতে গিয়ে বজ্রপাতে মারা যান।’

তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ধলা বলেন, ‘জাহিদ হোসেন ও জাকির হোসেন তারা জমজ ভাই। দু’ভাই তাদের পৈত্রিক জমিতে সরিষা তুলছিল। শনিবার সন্ধ্যায় বৃষ্টির সময় বজ্রপাতে জাহিদ ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত জাকির হোসেনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে জানা যায়, তাদের পৈত্রিক জমিতে সরিষা তোলার সময় বজ্রপাতে জাহিদ হোসেনের শরীরের উপর বজ্রপাত পড়ে আর জাকিরের বাম পায়ে পড়ে।’

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম আরো বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ দাফন হবে নাকি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এ বিষয়ে জাহিদের পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement