২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত - ছবি : নয়া দিগন্ত

মুন্সিগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা লেগে মো: রাকিবুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে শুভ ও সাজ্জাদ নামের আরো দু’জন আহত হন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীনগরের আব্দুল্লাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম রাজধানীর ধোলাইপাড়ে একটি বাস কাউন্টারে চাকরি করতেন। তার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

আহত শুভ বলেন, ‘আমরা তিন বন্ধু রাতে মোটরসাইকেলে চড়ে মাওয়া যাচ্ছিলাম। পথে আব্দুল্লাহপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা লাগে। এতে আমরা তিনজনই আহত হই। পরে আহত অবস্থায় স্থানীয়রা আমাদেরকে একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।’

তিনি বলেন, ‘ঢামেক হাসপাতালে আসার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে রাকিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’

শুভ আরো বলেন, ‘আমার আরেক বন্ধু সাজ্জাদকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হাত ভেঙে যাওয়ায় আমাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হচ্ছে।’


আরো সংবাদ



premium cement