২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

মদিনাতুল উলুম আমিনিয়া মাদরাসার উদ্যোগে সপ্তম বার্ষিক খতমে নবুওয়াত মহাসম্মেলন

সপ্তম বার্ষিক খতমে নবুওয়াত মহাসম্মেলন - ছবি : নয়া দিগন্ত

সাভারের মদিনাতুল উলুম আমিনিয়া মাদরাসার উদ্যোগে সপ্তম বার্ষিক খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জুমার পর থেকে রাত ১টা পর্যন্ত মাদরাসা-সংলগ্ন মাঠে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশবরেণ্য আলেম-উলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দীন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির শায়খুল হাদিস আল্লামা মুহিউদ্দিন রব্বানী।

এতে মদিনাতুল উলুম আমিনিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি রফিকুল ইসলাম সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল্লামা শাহ আবু তাহের জিহাদি, আল্লামা আশিকুর রহমান কাসেমী, মুফতি শামীম মজুমদার, হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী, মুফতি জাহিদুল ইসলাম কাসেমী, মুফতি আলি আশরাফ তৈয়ব, মুফতি শামসুল হক রহমানী, মুফতি মাহবুবুর রহমান, মুফতি নাজমুল হাসান বিন নূরী, মাওলানা আব্দুল্লাহ আল মামুন মাদানী, মাওলানা আব্দুর রহমান, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

প্রধান অতিথি আল্লামা মুহিউদ্দিন রব্বানী তার বক্তব্যে আকিদায়ে খতমে নবুওয়াত বিষয়ে বলেন, ‘খতমে নবুওয়াত ঈমানের অপরিহার্য অংশ। রাসুলুল্লাহ সা:-এর পর আর কোনো নবী আসবে না-এ বিশ্বাস ব্যতীত মুসলমানের ঈমান পূর্ণ হয় না। কাদিয়ানিসহ সকল বাতিল ফিরকা নবুওয়াতের এই চিরন্তন সত্যকে বিকৃত করার চেষ্টা চালাচ্ছে, যা ইসলামের মৌলিক বিশ্বাসের পরিপন্থী। আমাদের ঈমানি দায়িত্ব হলো নবুওয়াতের মর্যাদা রক্ষা করা এবং সমাজে বিশুদ্ধ আকিদা প্রচার করা।’

তিনি বলেন, ‘নবুওয়াতের শিক্ষা রক্ষা করা এবং মুসলমানদের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি করাই আমাদের অন্যতম দায়িত্ব। ইসলামের মৌলিক বিধান ও আকিদা সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সম্মেলনে বক্তারা আকিদায়ে খতমে নবুওয়াত সংরক্ষণ, ইসলামি চেতনার বিকাশ, নবুওয়াতের মর্যাদা রক্ষা ও বাতিল ফিরকার অপপ্রচার রোধে করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা নবুওয়াতের স্বতন্ত্র মর্যাদা ও এর গুরুত্ব সম্পর্কে মুসলমানদের সচেতন হওয়ার আহ্বান জানান।

সম্মেলন শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং ঈমানের হিফাজতের জন্য বিশেষ দোয়া করা হয়।


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্রের সশস্ত্রবাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প শোক সংবাদ বিপ্লব ধরে রাখতে না পারলে ফের ফ্যাসিবাদ পুনর্বাসন হবে জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থা গড়তে বাকৃবির নতুন গবেষণা সিলেট এমসি কলেজে আহত শিক্ষার্থী তৃতীয় পক্ষের চক্রান্তের ফাঁদে : মিশ্র প্রতিক্রিয়া আওয়ামী দুঃশাসনের অবসানের পর মানুষ এখন মুক্ত সিগারেট বিক্রেতার সংখ্যা নিয়ে তামাক কোম্পানির মিথ্যাচার, সত্য উদ্ঘাটন মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাবিতে নারী প্রয়াসের আলোচনা সভা বকেয়া বেতন দাবিতে সাভারে সড়ক অবরোধ মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলোতে এক সাথে শাটডাউনের হুমকি শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের সম্পত্তি দখলে নায়িকা দিতির মেয়ের ওপর হামলা

সকল