২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

অপারেশন ডেভিল হান্ট : সাটুরিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

অপারেশন ডেভিল হান্ট : সাটুরিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার - প্রতীকী ছবি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আব্দুল খালেক (৫৫) নামে ফুকুরহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে অভিযান চালিয়ে উপজেলার জান্না বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল খালেক উপজেলার জান্না খলিশাপাড়া এলাকার মরহুম ওমর আলীর ছেলে।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়।

ওই মামলায় এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement