ধামরাইয়ে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- ধামরাই (ঢাকা) সংবাদদাতা
- ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০১
ঢাকার ধামরাইয়ে সাবেক ইউপি সদস্য ও দুই সন্তানের জনক বাবুল হোসেনকে জমিতে কাজ করার সময় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
নিহত বাবুল হোসেন উপজেলার কুল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও কাইজারকুন্ড গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
জানা গেছে, বাবুল হোসেন সকালের দিকে স্ত্রী ও অন্যান্যদের নিয়ে নিজ গ্রামের পাশেই সরিষা ক্ষেতে কাজ করতে যায়। দুপুরের দিকে হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা করে ধারালো অস্ত্র দিয়ে বাবুল হোসেনের মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় বাবুল হোসেনের স্ত্রী তার স্বামীকে বাঁচাতে গেলে তাকেও মারধর করেছে বলে জানা গেছে। রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য বাবুল হোসেনকে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধামরাই থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম বলেন, বাবুল হোসেনের লাশের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরার জন্য পুলিশ মাঠে নেমেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা