২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

আদালতের রায় বাংলায় করার দাবি ভাষাশহীদ রফিকের পরিবারের

প্রথম ভাষাশহীদ রফিক উদ্দিন আহমেদের ছোট ভাই খোরশেদ আলম - ছবি : নয়া দিগন্ত

সরকারি-বেসরকারি সকল দাফতরিক কাজে এবং বিচারকার্যে আদালতের রায় বাংলা ভাষায় করার দাবি জানিয়েছেন প্রথম ভাষাশহীদ রফিক উদ্দিন আহমেদের ছোট ভাই ও রফিক স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: খোরশেদ আলম।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের রফিক নগরে (পারিল গ্রামে) ভাষাশহীদ রফিক গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

খোরশেদ আলম বলেন, ‘যখন দেখি বিভিন্ন সাইনবোর্ডসহ অনেক জায়গায় বাংলা ভাষা ভুলভাবে ব্যবহার হচ্ছে তখন খুব কষ্ট পাই। ভাষার এই অপব্যবহারের জন্য তো আমার ভাইয়েরা জীবন দেয়নি। ভাষা শহীদদের সম্মানার্থে দেশের সর্বত্র শুদ্ধ বাংলা ভাষা প্রতিষ্ঠার দাবি জানাই সরকার ও বাংলা একাডেমির মাধ্যমে।’

তিনি বলেন, ‘বছরে অন্য সময় কেউ আমাদের ও রফিক স্মৃতি জাদুঘর-গ্রন্থাগারের খবর রাখে না। শুধুমাত্র এই সময় এলেই লোকজন খবর নেয়। এছাড়া ২১ ফেব্রুয়ারি উদযাপনকে ঘিরে বিপুল অর্থের প্রয়োজন হয়। আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক সময় হিমশিম খেতে হয়।‘

এদিকে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর দেখভালের দায়িত্বে থাকা ভাষাশহীদ রফিকের ভাতিজা মো: শাহজালাল ও গ্রন্থাগারিক ফরহাদ হোসেনের আর্থিক সুবিধা বৃদ্ধিসহ তাদের চাকরি স্থায়ী করার দাবিও জানান খোরশেদ।


আরো সংবাদ



premium cement