কালীগঞ্জে ইয়াবা ও গাজাসহ আটক ২
- কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
- ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৫
গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০০০ পিস ইয়াবা ও গাজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার জামালপুর ইউনিয়নের বাগমারপাড়া এবং বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিন খলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- বাগমারপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে দুলাল বাগমার (৫৫) এবং দক্ষিনখলাপাড়া এলাকার মরহুম আব্দুর সাত্তার দর্জির ছেলে নাহিদ দর্জি (৩৬)।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার জামালপুর ইউনিয়নের বাগমারপাড়া এবং বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণ খলাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিনের নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) মো: কামরুল ইসলাম, এসআই মো: হায়াতুর রহমান এবং এসআই মো: ইব্রাহিম শেখসহ সঙ্গীয় ফোর্স নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দৌড়ে পালানোর সময় বাগমারপাড়া প্রাইমারি স্কুল মাঠ থেকে দুলাল বাগমারকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করা করে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের দু’হাজার এক শ’ টাকা এবং দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। দুলাল দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদককারবার করে আসছে। তার বিরুদ্ধে মাদক এবং মারামারিসহ বিভিন্ন ধারায় নয়টির বেশি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করা হয়েছে।
অন্যদিকে নাহিদ দর্জিকে সাদা পলিথিনে মোড়ানো ৫০০ গাজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আলাউদ্দিন মোবাইল ফোনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদকবিরোধী অভিযানে দুই মাদককারবারিকে আটক করা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা