২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

টঙ্গীতে শিবিরকর্মীকে তুলে নিয়ে মারধর, প্রতিবাদে বিক্ষোভ : মামলা

- ছবি : নয়া দিগন্ত

কুয়েটের ঘটনায় নিন্দা জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার একজন ছাত্রকে ধরে নিয়ে মারধর করেছে ছাত্রদল কর্মীরা। এ ঘটনা স্থানীয়রা ঘটনাস্থল থেকে ছাত্রদলের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষনিকভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীরা।

আহত শিক্ষার্থীর নাম ফজলে রাব্বি (১৮)। তিনি টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র এবং ইসলামী ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি বলে জানা গেছে।

অন্যদিকে আটক ছাত্রের নাম জুনায়েদ আহম্মেদ মামুন (১৮)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার রসুলপুরের মাওলানা হযরত আলীর ছেলে।

এদিকে ছাত্রদলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ মামুনকে ছাত্রদলকর্মী হিসেবে অস্বীকার করার পর তার ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।

আহত ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় তার সহপাঠী ছাত্রদলকর্মী জুনায়েদ আহম্মেদ মামুন ওরফে ভূইয়া মামুন ফোনে ও ম্যাসেঞ্জারে তাকে মাদরাসার দক্ষিণ পাশের সিএনজি পাম্পে যেতে বলে। সে যেতে রাজি না হলে তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এতে পরবর্তীতে ঝামেলা হতে পারে এই ভয়ে তিনি সেখানে যান। পাম্পে যাওয়ার পর সেখানে আগে থেকে অবস্থান করা ছাত্রদলের কয়েক কর্মী তাকে টানাহেচড়া করে মহাসড়কের পূর্ব পাশে বাঁশপট্টিতে নিয়ে যায়। সেখানে বাঁশের একটি ঘরে তাকে প্রায় এক ঘণ্টা আটকে রেখে মারধর করে এবং হাতে সিগারেট ধরিয়ে দিয়ে শিবির করবে না মর্মে জোরপূর্বক স্বীকারোক্তি নেয়। এরপর তার পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা মুক্তিপণ আনার জন্য চাপ দেয়। এ সময় তাকে ছুরি দিয়ে আঘাত করলে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে ছাত্রদলকর্মীরা পালিয়ে যায়।

তবে স্থানীয়রা ছাত্রদলকর্মী মামুনকে ধরে পুলিশে হস্তান্তর করে এবং আহত ফজলে রাব্বিকে উদ্ধার করে টঙ্গী জেনারেল হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় আহত ফজলে রাব্বি রাতেই আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ছয় থেকে সাতজনের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সভাপতিপ্রার্থী ফজলে রাব্বিকে প্রধান আসামি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এই ফজলে রাব্বির নেতৃত্বেই সন্ধ্যার পর আলোচিত বাঁশপট্টিতে মাদকের আড্ডা ও ওই এলাকায় ছিনতাই হয়।

মামলার আরজিতে অভিযোগ করা হয়েছে, ফজলে রাব্বির নির্দেশেই শিবিরকর্মীকে তুলে নিয়ে মারধর করা হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন- জুনায়েদ আহম্মেদ মামুন (১৮), সামি শিকদার (১৮) সাজ্জাদ (১৮), নাহিয়ান (১৮), রাশেদ আহম্মেদ (২০), নাবিউল (১৮), মাহফুজ (১৮)।

আসামিরা আহত ফজলে রাব্বির সহপাঠী বলে জানা গেছে।

এদিকে শিবিরকর্মীর ওপর হামলার প্রতিবাদে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাতেই মাদরাসার প্রধান ফটক থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা মাদরাসার প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

রাতেই ছাত্রদল ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও মিল্লাত মাদরাসার সাবেক শিবির নেতারা থানায় ছুটে যান। রাত সাড়ে ১১টায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফর, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর ও সাধারণ সম্পাদক মিরণের নেতৃত্বে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় যান। তারা পুলিশের গাড়িতে থাকা মামুনের ভিডিও ধারণ করেন।

তারা মামুন ছাত্রদলকর্মী নয় এবং ঘটনাটি নারীঘটিত বিষয়ের জেরে ঘটেছে এমন স্বীকারোক্তি নেয়ার চেষ্টা করেন। মামুনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ারও চেষ্টা করে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান জানান, কুয়েটের ঘটনার প্রতিবাদে ফজলে রাব্বি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে তার কয়েক সহপাঠী তাকে ডেকে নিয়ে হামলা চালায়। স্থানীয়রা একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। ঘটনাস্থল টঙ্গী পূর্ব থানায় হওয়ায় পরে ভিকটিমসহ আসামিকে আমাদের গাড়িতে করে পূর্ব থানায় পাঠানো হয়।

গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, ‘যারা এ ঘটনায় জড়িত তারা ছাত্রদলের কেউ না। এরা ছাত্রদলের প্রাথমিক সদস্যও না। মিল্লাত মাদরাসায় ছাত্রদলের কোনো কমিটিও নাই। এটি মিল্লাত ছাত্রদের নিজেদের মধ্যকার নারীঘটিত ঘটনা। এ ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলকে জড়ানো হচ্ছে।'

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, ‘কে শিবির কে ছাত্রদল তা দেখার কোনো সুযোগ নেই। ঘটনা যা ঘটেছে অভিযোগের ভিত্তিতে ও তদন্তসাপেক্ষে তার যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement
বৈষম্যমুক্ত সমাজের অঙ্গীকার মাতৃভাষার জন্য জীবনদান ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা কোন নির্বাচন আগে এই বিতর্কে সরকারের জড়ানো উচিত নয় : বিএনপি নিপাহর মতো বিপজ্জনক ক্যাম্পহিল ভাইরাস আবিষ্কার আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি : ডা: শফিক রমজানের আগে বাজার স্থিতিশীল থাকলেও ভোজ্যতেলে সঙ্কট কাটেনি তরুণদের নেতৃত্বে ঠেলে দিয়ে বয়স্কদের গাইড করা দরকার জাতিসঙ্ঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে দুর্বল করবে ইসরাইলে রহস্যজনক বাস বিস্ফোরণের পর পশ্চিমতীরে অভিযানের নির্দেশ নেতানিয়াহুর সহজ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা

সকল