২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

‘অক্টোবরের মধ্যে তফসিল ঘোষণা করুন’

ফরিদপুরে গণসমাবেশে অতিথিরা - ছবি : নয়া দিগন্ত

অক্টোবরের মধ্যে তফসিল ঘোষণা করুন মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘যারা সংস্কারের নামে বছর পর বছর ক্ষমতা থাকতে চায়, তাদেরকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই। জাতীয় নির্বাচনের আগে দেশে কোনো স্থানীয় সরকার নির্বাচন নয়। আগে জাতীয় নির্বাচন দিতে হবে। অক্টোবরের মধ্যে তফসিল ঘোষণা করুন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন। সঙ্কট থেকে উত্তরণে জাতীয় নির্বাচনই একমাত্র পথ। নো স্থানীয় সরকার নির্বাচন।’

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে শহরের থানা রোডে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্য উর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার দাবিতে দেশব্যাপী দশ দিনের গণসমাবেশ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আসাদুজ্জামান রিপন বলেন, ‘যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা খুবই তৎপর। গত মঙ্গলবার খুলনায় একটি ঘটনা ঘটেছে। বাংলাদেশে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্যই খুলনার তথ্য ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।’

তিনি বলেন, ‘সারা পৃথিবীতে গণ-অভ্যুত্থানের পরপরই নির্বাচন হয়। এর আগে সেনাবাহিনী প্রধান বলেছেন, একটি ভালো নির্বাচনের জন্য ১৮ মাসই যথেষ্ট। সেনাবাহিনী আমাদের গণঅভ্যুত্থানের সহযোগী। আমরা চাই তার এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুক সরকার।’

তিনি আরো বলেন, ‘সরকারের ভেতরে কেউ কেউ উস্কানিমূলক কথাবার্তা বলছে। আমরা তাদের এই উস্কানিমূলক কথাবার্তা থেকে বিরত থাকার অনুরোধ জানাই। গণঅভ্যুত্থানের পর অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তির মধ্যে একটি প্রতিযোগিতা থাকে। তবে সেই প্রতিযোগিতা হতে হবে রাজনৈতিক। গণঅভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যই হচ্ছে আমাদের একমাত্র পথ।’

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক ও সেলিমুজ্জামান সেলিম, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও কেন্দ্রীয় কমিটির মহিলা দলের যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে আরো বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, আলী আশরাফ নান্নু, দেলোয়ার হোসেন দিলা, গোলাম রব্বানী ভুঁইয়া রতন, আতাউর রশীদ বাচ্চু, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম প্রমুখ।

এ সময় সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ ও জুলফিকার হোসেন জুয়েল। সমাবেশে জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা সমাবেশে যোগ দেন।

বক্তারা সকল ধরনের ষড়যন্ত্র ও অপকৌশলের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার নির্বাচনের পরিবর্তে অবিলম্বে সংসদ নির্বাচন আয়োজন করার জন্য অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানান।


আরো সংবাদ



premium cement
দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে খিলগাঁওয়ের ভয়াবহ আগুন রমজানে বিদ্যুতের কোনো ঘাটতি থাকবে না : জ্বালানি উপদেষ্টা এবার বেনাপোল সীমান্তে হলো না বাংলাদেশ-ভারত মিলনমেলা খিলগাঁওয়ে স’মিলের আগুন ছড়িয়ে পড়ছে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট জুলাই বিপ্লব ব্যর্থ হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে : আবদুল হাই শিকদার মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে মুক্তির দাবিতে প্রতিবাদ সভা ধামরাইয়ে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা দেশসেবায় ক্যাডেটদের আত্মনিয়োগ করতে হবে : সেনাপ্রধান নরসিংদীতে বাসের ধাক্কায় নিহত ২ দেবিদ্বারে পূর্ব বিরোধকে ঘিরে হামলার ঘটনায় আহত ইব্রাহীম খলিলের মৃত্যু ভুল বুঝাবুঝি হলে ফ্যাসিবাদ আবারো চেপে বসবে : হাসান সরকার

সকল