২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

সাভারে গোডাউনে আগুন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে

সাভারে বাঁশপট্রিতে তুলা ও ঝুটের গোডাউনে আগুন লেগে পুড়ে গেছে গোডাউনের তুলা ও ঝুট। - ছবি : নয়া দিগন্ত

সাভার পৌর এলাকার নামাবাজারের বাঁশপট্রিতে তুলা ও ঝুটের গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাভার ফায়ার সার্ভিস ও স্থানীয়সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার সময় তারা মিয়ার তুলা ও ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে সাভার ফায়ার সার্ভিসসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক নিরুপণ করা সম্ভব হয়নি।


আরো সংবাদ



premium cement