২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

নারায়ণগঞ্জে এনজিও কর্মকর্তা হত্যায় যুবকের যাবজ্জীবন

- ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মো: সাজেদুর রহমান নামে এক এনজিও কর্মকর্তাকে গলা কেটে হত্যায় মো: হান্নান মিয়া (৩২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো: আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই মামলায় অন্য দু’আসামিকে খালাস দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামি মো: হান্নান মিয়া সোনারগাঁওয়ের বারদী ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের শামসুদ্দিনের ছেলে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো: কাইউম খান রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০২০ সালের ৭ সেপ্টেম্বর সোনারগাঁওয়ের থানায় করা হত্যা মামলায় হান্নান মিয়া নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে আরো দু’জনকে খালাস দেয়া হয়।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, ‘ব্যুরো বাংলাদেশ নামের এনজিওতে মো: সাজেদুর রহমান সোনারগাঁওয়ের বারদী শাখার প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে কর্মরত ছিলেন। ঋণের কিস্তির টাকা আদায়ের জন্য ২০২০ সালের ৬ সেপ্টেম্বর দুপুরে বারদী ইউনিয়নের মিস্ত্রীপাড়া গ্রামের সামসুদ্দিনের বাড়িতে যান। এ সময় সামসুদ্দিনের ছেলে হান্নানের সাথে কিস্তি নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হান্নান মিয়া ও তার সহযোগীরা এনজিওর কর্মকর্তা সাজেদুর রহমানকে জোরপূর্বক ঘরে নিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনার পর দিন সোনারগাঁও থানায় তৎকালিন বারদী এলাকার ব্রাঞ্চ ম্যানেজার হত্যা মামলা করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত হান্নান মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।


আরো সংবাদ



premium cement