২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

সাভার ও আশুলিয়ায় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২

সাভার ও আশুলিয়ায় অভিযানে গ্রেফতার হওয়া আসামিরা - ছবি : নয়া দিগন্ত

ডেভিল হান্ট অপারেশনে সাভার ও আশুলিয়ায় ঢাকা জেলা ছাত্রলীগ নেতাসহ আরো ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফ্রেব্রুয়ারি) তাদেরকে গ্রেফতার করা হয়। এ নিয়ে গত এক সপ্তাহে ছাত্র-জনতা হত্যাসহ বিভিন্ন মামলায় ১১০ আসামিকে গেফতার করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহীনুর কবীর।

তিনি বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিদের রিমান্ড প্রার্থনা করে আদালতে পাঠানো হয়েছে।

এ সময় সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা, আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement