আশুলিয়ায় বিস্কুট ফ্যাক্টরিতে আগুন
- তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)
- ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫১
শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি বিস্কুট ফ্যাক্টরিতে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার অলিম্পিক বিস্কুট ফ্যাক্টুরির দুইতলা একটি টিন শেড রুমে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অলম্পিক বিস্কুট ফ্যাক্টরির টিনসেডের বিল্ডিংয়ের একটি স্থানে আগুন দেখতে পায় কারখানার শ্রমিকরা। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসে ফোন দেয় কারখানা কর্তৃপক্ষ। খবর পেয়ে জিরাবো মর্ডান ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
জিরাবো মর্ডান ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম জানান, বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি। এ ঘটনায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কারণ ও আগুনের সূত্রপাত জানা যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা