২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

‘দেশে জাতীয় নির্বাচন নিয়ে চক্রান্ত চলছে’

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ফজলুর রহমান - ছবি : নয়া দিগন্ত

‘দেশে জাতীয় নির্বাচন নিয়ে চক্রান্ত চলছে’ মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনের সময় স্লোগান ছিল ‘এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি।’ আমরা কেন্দ্রীয় সরকারের পতন চেয়েছিলাম। হাসিনা স্থানীয় সরকারের চেয়ারম্যান ছিলেন না, কেন্দ্রীয় সরকারের প্রধান ছিলেন। আমরা হাসিনাকে তাড়িয়েছি, তাই প্রথমে জাতীয় নির্বাচন দিতে হবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, ‘দেশের দায়িত্ব নেয়ার জন্য একজন উপযুক্ত নেতা রয়েছেন, তিনি হচ্ছেন তারেক রহমান। তিনি একজন ম্যাচিউরড লিডার। দেশের জনগণ বিএনপির বিরুদ্ধে চক্রান্ত মেনে নেবে না। দেশ করলেও মানব না, বিদেশ করলেও মানব না।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আপনাকে বিশ্বাস করতে চাই, বিশ্বাস নষ্ট করবেন না। আমরা সেই বিএনপি, টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই বলে জিয়া জিয়া, তার নাম বিএনপি। আমরা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ চাই। আমরা এদেশে কোনো দলকে শত্রু মনে করি না। জাতীয় নির্বাচনকে কিছুতেই বিলম্বিত প্রলম্বিত হতে দেবেন না।’

তিনি আরো বলেন, ‘হাসিনার সময় ছিল অন্ধকার, টর্চ লাইট টিপ দিলে দেখা যেত, এখন কুয়াশায় ঢেকে গেছে, কিছুই দেখা যায় না। দেশে ভোটাধিকারের মাধ্যমে শিগগিরই গণতন্ত্র ফিরিয়ে আনুন।’

ভারতের উদ্দেশে ফজলুর রহমান বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে ভৌগোলিকভাবে ভারত আমাদের চারপাশে রয়েছে। আমরা তাদের সাথে শত্রুতা করতে চাই না। কিন্তু শেখ হাসিনাকে অগণতান্ত্রিকভাবে রক্ষা করার জন্য এই ভারত সরকার যা করছে, আমরা কিছুতেই তাদেরকে সমর্থন করতে পারি না। অন্যায়ভাবে তাকে ক্ষমতায় রাখার চেষ্টা করেছিল ভারত। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ভারত যদি আমাকে ভাই ডাকে তাহলেই তাকে আমরা দাদা ডাকব। ভারতে যদি আমাকে বন্ধু ডাকে তাহলেই আমি তাকে বন্ধু ডাকব। কিন্তু ভারত যদি মনে করে আমি তার অধীনস্থ চাকর, তাহলে যার যার বাড়িতে থাকো আসসালামুয়ালাইকুম।’

নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো ও শিগগিরই নির্বাচনের রূপরেখা ঘোষণাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জনসভার আয়োজন করা হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো: শরীফুল আলমের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম, শেখ মুজিবুর রহমান ইকবাল, জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর মোল্লা, অ্যাডভোকেট জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম।


আরো সংবাদ



premium cement
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ ভাষা শহীদদের প্রতি বাংলাদেশ আইন সমিতির শ্রদ্ধা এটিএম আজহারের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান করবে জামায়াত ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজি হবে? বন্দী শিরি বিবাসের পরিবর্তে ‘গাজার এক নারীর’ লাশ দিয়েছে হামাস, দাবি নেতানিয়াহুর কালীগঞ্জে ইয়াবা ও গাজাসহ আটক ২ ভালুকায় ভেকুতে দুর্বৃত্তদের আগুন ক্লাসরুম মাতাবে প্রীতম ও ব্যান্ড লালন সীতাকুণ্ডে হত্যার পর সমুদ্রে ফেলে দেয়া জেলের লাশ উদ্ধার বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : হামিদুর রহমান আযাদ দামুড়হুদা সীমান্ত থেকে প্রায় ৩৪ লাখ টাকার রুপা উদ্ধার

সকল