২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

গাজীপুরে মসজিদ নির্মাণ কাজে বাধা আ.লীগ নেত্রীর

গাজীপুরে মসজিদ নির্মাণ কাজে বাধা আ.লীগ নেত্রীর - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে মসজিদ-মাদরাসা নির্মাণ কাজে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মহানগরীর গাছা থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক কাউন্সিলর রিনা হালিম পলাতক থেকেও মাদরাসার মুহতামিমকে মোবাইল ফোনে হুমকি দিচ্ছেন। এমনকি তার স্বামীর নেতৃত্বে সন্ত্রাসী দল পাঠিয়ে স্থানীয় ৩৬ নম্বর ওয়ার্ডের ইসলামপুরে বাবুস সালাম মাদরাসা ও এতিমখানা এবং বাবুস সালাম জামে মসজিদের জমি দখলের চেষ্টা করছেন। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন মাদরাসার মুহতামিম মাওলানা বিন ইয়ামিন।

স্থানীয়রা জানান, রিনা হালিম গত বছর ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকলেও তার স্বামী আব্দুল হালিমকে দিয়ে এলাকা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এলাকার মসজিদ মাদরাসার জমিতে নির্মাণ কাজ করতে গেলে রিনা হালিম মোবাইল ফোনে শিক্ষকদের হুমকি দিচ্ছেন। তার স্বামী আব্দুল হালিমসহ দলবল পাঠিয়ে মসজিদ নির্মাণ কাজে বাধা দিচ্ছেন।

মাদরাসার মুহতামিম মাওলানা বিন ইয়ামিন জানান, মসজিদের জমি যে দাগে অবস্থিত, ওই দাগের রেকর্ডীয় মালিক ছিলেন রিনা হালিমদের পূর্বপুরুষরা। রিনা হালিমের পিতা, চাচা ও ফুফু ওই দাগে তাদের সব অংশ গত ২০০৪ সালে বিক্রি করে দেন।

স্থানীয়দের অভিযোগ, মোটা অঙ্কের চাঁদার জন্যই রিনা হালিম দীর্ঘ ২১ বছর পর পৈত্রিক সূত্রে ওই জমির মালিকানা দাবি করে মসজিদ নির্মাণ কাজে বাধা দিচ্ছেন। গত ফ্যাসিবাদ সরকারের আমলে রিনা হালিম ও তার স্বামী আব্দুল হালিমের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিল।

এ ব্যাপারে বক্তব্য জানার জন্য রিনা হালিমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, মসজিদ-মাদরাসার বিষয়টি নিয়ে কয়েকজন থানায় এসেছিলেন। জমিসংক্রান্ত বিষয় বিধায় তাদেরকে স্থানীয়ভাবে বসে ফয়সালা করার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু পরে জানতে পেরেছি যে রিনা হালিমরা স্থানীয় ফয়সালা মানতে রাজি নন।


আরো সংবাদ



premium cement
ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজি হবে? বন্দী শিরি বিবাসের পরিবর্তে ‘গাজার এক নারীর’ লাশ দিয়েছে হামাস, দাবি নেতানিয়াহুর কালীগঞ্জে ইয়াবা ও গাজাসহ আটক ২ ভালুকায় ভেকুতে দুর্বৃত্তদের আগুন ক্লাসরুম মাতাবে প্রীতম ও ব্যান্ড লালন সীতাকুণ্ডে হত্যার পর সমুদ্রে ফেলে দেয়া জেলের লাশ উদ্ধার বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : হামিদুর রহমান আযাদ দামুড়হুদা সীমান্ত থেকে প্রায় ৩৪ লাখ টাকার রুপা উদ্ধার চিরিরবন্দরে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত ভাষার বইয়ের ওপর অনলাইন কন্টেন্ট ও লেকচার তৈরি করবে সরকার ‘একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে’

সকল