সহকর্মীর মৃত্যুতে আদমজিতে শ্রমিক বিক্ষোভ
- নারায়ণগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
- ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৭
সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস নামের একটি রফতানিমুখী পোশাক কারখানায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে এক নারী শ্রমিকের মৃত্যুতে বিক্ষোভ করছে শ্রমিকরা।
বুধবার সকাল ১০টা থেকে তারা কর্মবিরতি দিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে।
নিহত শ্রমিকের নাম লিজা আক্তার (২৪)। মঙ্গলবার রাতে অতিরিক্ত কর্মঘণ্টার সময় কাজ করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। শ্রমিকদের দাবি, লিজা ছুটি চাইলে কর্তৃপক্ষ তা দেয়নি। পরে রাত সোয়া ৯টার দিকে গুরুতর অসুস্থ হলে তাকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বুধবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। তাদের অভিযোগ, অসুস্থ শ্রমিকের প্রতি কারখানা কর্তৃপক্ষের উদাসীনতাই এই মৃত্যুর জন্য দায়ী।
এ বিষয়ে অনন্ত অ্যাপারেলসের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, অসুস্থ শ্রমিককে ছুটি না দেয়ার বিষয়টি সঠিক নয়। অসুস্থ হওয়ার পরই তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে আমি এ বিষয়ে বিস্তারিত বলতে পারব না। কারণ, আমি এখন ঢাকায় হেড অফিসে আছি।
এদিকে, নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪-এর পরিদর্শক সেলিম বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে শ্রমিকদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা