২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

পাকুন্দিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

- ছবি : প্রতীকী

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আশকর আলী (৩১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাটুয়াভাংগা ইউনিয়নের কলাদিয়া গ্রামের একটি বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আশকর আলী ওই গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে।

আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইউসুফ আলী তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশকর আলী গত দেড় বছর যাবত মানসিক রোগে ভুগতেছিলেন। তার স্ত্রী এবং তিন বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। মানসিক রোগে আক্রান্ত হলে তার স্ত্রীকে প্রায়ই মারধর করতেন। মারধরের ভয়ে তার স্ত্রী মেয়েকে নিয়ে তার নানার বাড়িতে থাকতেন। এরপর থেকে পরিবারে তার বড় ভাই তার দেখভাল করত।

ঘটনার আগের দিন রাতে আশকর আলী তার বসত ঘরে ঘুমিয়েছিল। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে নাস্তা খাওয়ার জন্য তাকে ডাক দিতে যায় তার বড় ভাই এতে সাড়া না পেয়ে দরজা ভেঙে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাখাওয়াৎ হোসেন বলেন, প্রাথমিকভাবে নিহতের লাশের সুরতহাল করা হয়েছে। যেহেতু ওই যুবক মানসিক বিকারগ্রস্ত ছিল তাই পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনমুতি দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement