২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

শিবপুরে কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

নরসিংদীর শিবপুরে ব্রিজের নিচ থেকে কবির হোসেন (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।

আজ বুধবার সকাল ৭টার দিকে শিবপুর-জাল্লারা সড়কের ধনাইয়া নতুন ব্রিজের নিচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

কবির হোসেন জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামের মরহুম আলিমুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শিবপুর জনতা ব্যাংক মার্কেটে কাপড়ের ব্যবসা করে আসছিলেন বলে জানা গেছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কবির হোসেন বাড়িতে না যাওয়ায় রাতেই তার পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হলেও সন্ধান পাওয়া যায়নি। পরে আজ বুধবার সকালে ব্রিজের নিচে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠায়।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আফজাল হোসেন জানান, সকালে ব্রিজের নিচে কাপড় ব্যবসায়ীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছি। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement