২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

৪০ দিন ধরে নিখোঁজ নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি

ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই ওরফে পান্নু (৭২) - ছবি : নয়া দিগন্ত

৪০ দিন ধরে হদিস নেই ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই ওরফে পান্নুর (৭২)। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তার ছেলে সিহাব তমাল।

গত ৮ জানুয়ারি নবাবগঞ্জের বাড়ি থেকে রাজশাহীর উদ্দেশ্যে বের হন। রাজশাহীতে পৌঁছানোর পর এখনো বাসায় ফিরেননি বিএনপির এ নেতা। তার মোবাইলে যোগাযোগ করেও পাচ্ছে না পরিবার।

ছেলে সিহাব তমাল জানান, ‘জানুয়ারি মাসের ৮ তারিখ ব্যক্তিগত কাজে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে গ্রামের বাড়ি দেওতলা থেকে বের হন তার বাবা আজাদুল ইসলাম পান্নু। ৯ তারিখের মধ্যে বাসা ফিরে আসার কথা ছিল। কিন্তু মোবাইল বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করাও সম্ভব হয়নি।’

গত ১০ জানুয়ারি পান্নুর ছেলে সিহাব তমাল নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর পর হতে প্রশাসনের পক্ষ থেকে তাকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হলেও তার কোনো খোজ পাওয়া যায়নি। এ ঘটনায় অজানা শঙ্কা ও আতঙ্কে দিন কাটছে পান্নুর পরিবারের।

তমাল আরো বলেন, ‘বাবা রাজশাহী পৌঁছেছেন এবিষয়ে আমরা অনেকটাই নিশ্চিত। কিছুদিন ধরে তার বাবা রাজনীতিসহ বিভিন্ন কারণে কিছুটা মনক্ষুন্ন ছিলেন। তার বাবা আওয়ামী লীগ আমলে রাজনৈতিক মামলায় বেশ কয়েকবার কারাগারেও ছিলেন। আজাদুল ইসলাম হাই (পান্নু) নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হওয়ার আগে ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম বলেন, ‘সভাপতির নিখোঁজের বিষয়ে আমরাও খুব উদ্বিগ্ন। তিনি খুব নিরীহ প্রকৃতির একজন মানুষ। একজন স্বচ্ছ, শিক্ষিত ও মার্জিত রাজনৈতিক নেতা। তার কোনো ব্যক্তিগত শত্রু আছে বলে আমাদের বিশ্বাস হয় না। খুব দ্রুত প্রশাসন তার সন্ধান করবে এটাই আমাদের প্রত্যাশা।’

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মমিনুল ইসলাম বলেন, ‘নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি রাজশাহী যাওয়ার পর নিখোঁজ হয়েছেন। তবে জিডি হওয়ার পর থেকে পুলিশ তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছে।’


আরো সংবাদ



premium cement