২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

রাজবাড়ীতে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূ নিহত

রাজবাড়ীতে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূ নিহত - ছবি : নয়া দিগন্ত

রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কে ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিউলি সান্যাল নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল ৫টার দি‌কে রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিউলি কালুখালী উপজেলার হাটগ্রামের অমিত কুমার সান্যালের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, গ্রা‌মের বাড়ি থেকে স্বামীর মোটরসাই‌কে‌লে রাজবাড়ী আসার পথে বাণিবহ বাজারের আগে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন শিউলি সান্যাল।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পা‌লি‌য়ে গে‌ছে। এ বিষয় মামলা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement