২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

আলফাডাঙ্গার সেই আওয়ামী লীগ নেতা ফরিদপুরে গ্রেফতার

আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুর জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা স্কুলের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ‘ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় মোনায়েম খানকে গ্রেফতারের পরে আদালতে পাঠানো হয়েছে।’

জানা গেছে, এর আগে গত রোববার বিকেলে আলফাডাঙ্গায় উপজেলা পরিষদের হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারুণ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগ নেতা মোনায়েম খান। তিনি ওই অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কারও তুলে দেন।

এ ঘটনায় গতকাল সোমবার রাতে দৈনিক নয়াদিগন্তের অনলাইন ভার্সনে একটি সংবাদ প্রকাশের পর আইনশৃঙ্খলা বাহিনী নড়েচড়ে বসে। এর পর মঙ্গলবার পুলিশ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে যোগ দেয়া ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি কাজী রিয়াজ সাংবাদিকদের সাধুবাদ জানিয়ে বলেন, ‘ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ওপর হামলাকারী নেতৃস্থানীয়দের এখন পর্যন্ত আইনের আওতায় আনতে পারিনি। সেই সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হয়ে ছাত্র-জনতার ওপর হামলায় অংশগ্রহণকারী কেউ প্রকাশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্মে উপস্থিত ছিলেন এই খবরটি খুবই নিন্দনীয়। তারা এর তীব্র প্রতিবাদ জানিয়ে মোনায়েম খানের গ্রেফতারের দাবি জানিয়ে বিবৃতি দেন।’

জানা যায়, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান মোনায়েম হোসেন ২০২৩ সালে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি অবমাননার অভিযোগে আলফাডাঙ্গা থানায় গায়েবি মামলা করেন। ওই মামলায় তবিবুর রহমান নামে একজন বিএনপি নেতাকে পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠায়।


আরো সংবাদ



premium cement