২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

নিহত শিক্ষার্থী নুহা - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জের হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় নুহা আক্তার (০৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তার পূর্বপাশে প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত নুহা আক্তার উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় প্রাপ্তি আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, নুহা স্কুলের সামনের পাকা রাস্তা পার হওয়ার সময় গোবিন্দপুর চৌরাস্তাগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের সদর সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আরো সংবাদ



premium cement