২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

কটিয়াদীতে বাসচাপায় দুই স্কুলশিক্ষার্থী নিহত

আলী আকবর ও জুনায়েদ নামে দু’ স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাসচাপায় পিষ্ট হয়ে আলী আকবর (১৩) ও জুনায়েদ (১২) নামে দু’ স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত আলী আকবর মধ্যপাড়া গ্রামের ফারুকের ছেলে ও মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং জুনায়েদ একই এলাকার ফেরদৌসের ছেলে ও মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। নিহত দু’জন চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য বাড়ি থেকে তারা একটি মোটরসাইকেলে করে যাচ্ছিল। মধ্যপাড়া সড়কে একটি বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়। জুনায়েদকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার পর শিক্ষার্থী ও উত্তেজিত জনতা সড়কে আগুন দিয়ে অবরোধ করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনার পর থেকে প্রায় দু’ ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ (ইউএনও) তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়দের সাথে কথা বলে যান চলাচল স্বাভাবিক করেছেন।


আরো সংবাদ



premium cement