২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ ফাল্গুন ১৪৩১, ২০ শাবান ১৪৪৬
`

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ আহত ২০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ আহত ২০ - ছবি : নয়া দিগন্ত

ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে পাঁচটি গাড়ির সংঘর্ষের খরব পাওয়া গেছে। এতে আহত হয়েছে কমপেক্ষ ২০ জন।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় বাস, পিকআপ ভ্যান ও কাভার্ডভ্যানের সাথে এই সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিস জানায়, ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি পিকআপভ্যানের পেছনে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত হয়। এ সময় পেছনে থাকা ইমা পরিবহনসহ একই লেনে পেছনে আসা দু’টি বাস পরপর পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় দু’টি যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সামনের অংশ। কাভার্ডভ্যান কেটে আটকে পরা একজনকে উদ্ধার করা হয়। এছাড়া গুরুতর আহতদের উদ্ধার করে শ্রীনগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। একটি বাস কম ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি যাত্রী নিয়ে চলে যায়।

হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনার পর একটি গাড়ি চলে গেছে। অন্য গাড়িগুলো রেকার করে নিয়ে আসা হচ্ছে। ক্ষতিগ্রস্থ যানগুলো থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মূলত ঘন কুয়াশার জন্য এ দুর্ঘটনা ঘটতে পারে। এক্সপ্রেসওয়েতে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আরো সংবাদ



premium cement