২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ ফাল্গুন ১৪৩১, ২০ শাবান ১৪৪৬
`

গাজীপুরে ১৪ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ ৬ জন নিহত

- ছবি : প্রতীকী

গাজীপুরে বিগত ১৪ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা, এক নারী ও দুই চালকসহ ছয়জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

রোববার এবং শনিবার জেলার সদর মেট্রো, কালিয়াকৈর এবং শ্রীপুর উপজেলা এলাকায় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার ভোরা রাতে কালিয়াকৈর উপজেলার সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামুরহাট গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ট্রাকচালক শাহাদত হোসেন (৩৫), একই জেলার কাহালু উপজেলার কাজীপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে ট্রাকচালক সবুজ মিয়া (৩৬) এবং টাঙ্গাইল সদর উপজেলার নন্দবালা গ্রামের আরিফ হোসেন। তিনি ট্রাক চালকের সহযোগী হিসেবে কাজ করতেন।

এদিকে শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন শেরপুরের নকলা উপজেলার হুজুরিকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাশেদ ইকবাল (৩০) এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্বপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে ব্যাংক কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক (৩৫)। শনিবার শ্রীপুরের মাওনা ইউনিয়নের কাওরান বাজার এবং গাজীপুর ইউনিয়নের এমসি বাজার এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

এছাড়া শনিবার গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন কড্ডা বাজার এলাকায় বাসচাপায় মনোয়ারা বেগম (৫৫) এক নারী নিহত হয়েছেন। গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন মজলিশপুর এলাকার নুরুল ইসলামের স্ত্রী।

নওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন জানান, রোববার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বোর্ডঘর এলাকায় তিন ট্রাকের সংঘর্ষে দুই চালক এবং তাদের এক সহযোগীর মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলগামী একটি ট্রাক কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় বিকল হয়ে যায়। বিকল ট্রাকটিকে অপর একটি সচল ট্রাকের সহযোগিতায় টেনে নেয়ার জন্য দুই ট্রাকের মাঝখানে বসে বিকল ট্রাকের চালক ও তার সহযোগী লোহার চেইন দিয়ে বাঁধছিলেন। এ সময় দ্রুত গতির অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দিলে দুই ট্রাকের মাঝে থাকা চালক শাহাদত হোসেন ও তার সহকারী সবুজ ঘটনাস্থলেই নিহত হন। অপর গুরুতর আহত ট্রাকচালক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, গাজীপুরের শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এবং অপরজন পথচারীকে বাঁচাতে গিয়ে সড়কে পড়ে নিহত হন। রোববার সকাল ১০টার দিকে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শনিবার রাত ৮টার দিকে রাশেদ ইকবাল মাওনা চৌরাস্তা থেকে এমসি বাজারে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাসিন সোয়েটার কারখানার সামনে এক পথচারী দৌড়ে মহাসড়ক পার হচ্ছিল এ সময় দ্রুত গতির তার মোটরসাইকেল ব্রেক কষলে তিনি সড়ক পড়ে গেলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে ব্যাংক কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক মাওনা চৌরাস্তা থেকে কালিয়াকৈর যাচ্ছিলেন। মাওনা-কালিয়াকৈর সড়কের কাওরান বাজারে পৌঁছালে লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে চিকিৎসার পর শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালে পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

জানা গেছে, আবু বক্কর ছিদ্দিক গাজীপুরের কালিয়াকৈর প্রাইম ব্যাংকের শাখা ব্যবস্থাপক (অপারেশনস) হিসেবে দায়িত্বরত ছিলেন।

অপর ঘটনায় গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, শনিবার রাত ৮ টার দিকে কড্ডা বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন মনোয়ারা বেগম। এ সময় দ্রুতগতির একটি মিনিবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা তার লাশ নিয়ে যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement