গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীরও মৃত্যু
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৯
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীরও মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কির্ত্তুনিয়া ইছব আলী ভুইঁয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহীদুল্লাহ ভূঁইয়া (৫৪) ও তার স্ত্রী ফেরদৌসী আক্তার (৪২)। তাদের বাড়ি কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার বিকেলে সেলদিয়া গ্রামের মো: শহীদুল্লাহ ভূঁইয়া তার বাড়ির পাশে একটি পুকুরের পানি সেচে মাছ ধরার প্রস্তুতি নেন। এ সময় তিনি পুকুরের পানি সেচের জন্য একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করেন। বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় শহীদুল্লাহ ভুঁইয়া বিদ্যুতায়িত হয়। এ অবস্থায় স্বামীকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ির লোকজন প্রতিবেশীদের সহযোগিতায় মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামাল হোসেন জানান, ‘শুক্রবার বিকেলে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎচালিত মোটর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই দম্পতি। পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা