সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত
- পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৫
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএনজির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আফরানুল ইসলাম ফাহাদ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দু’জন। তারা তিন জনই মোটরসাইকেল আরোহী ছিলেন বলে জানা গেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাহাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত আফরানুল ইসলাম ফাহাদ উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া উত্তরপাড়া গ্রামের প্রবাসী কামরুল ইসলামের ছেলে এবং পাকুন্দিয়া সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।
আহতরা হলেন উপজেলার চরফরাদী ইউনিয়নের বর্ষাগাতি গ্রামের মানিক মিয়ার ছেলে নাঈম (১৮), এবং তাইজ উদ্দিনের ছেলে শাকিল (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কলেজ ছাত্র ফাহাদ, নাঈম ও শাকিল হাজী জাফর আলী কলেজ মাঠে খেলার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। ঢাকা-কিশোরগঞ্জ সরকের বাহাদিয়া পাঠান বাড়ি ঘাটের সড়কের সামনে গেলে বিপরীত দিক থেকে গাজীপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজির সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফরানুল ইসলাম ফাহাদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো: সাখাওয়াৎ হোসেন দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা