১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ ফাল্গুন ১৪৩১, ১৬ শাবান ১৪৪৬
`

ইভটিজিংয়ের শিকার সমন্বয়ক বীথি, থানায় অভিযোগ

- ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলে অন্যতম নারী সমন্বয়ক ফাতেমা রহমান বীথি ইভটিজিংয়ের শিকার হয়েছেন। এ সময় বীথির সাথে তার দু’ বোনও ছিলেন। এ ঘটনায় ওই সমন্বয়ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের ভিক্টোরিয়া ফুডজোনের সামনে সমন্বয়ক বীথিসহ তাদেরকে ইভটিজিং করে চারজন বখাটে।

ফাতেমা রহমান বীথি বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি।

ইভটিজারদের মধ্যে অমিয় ও মুন্নার নাম জানা গেলেও অন্য দু’জনের নাম পরিচয় জানা যায়নি।

সিসিটিভির ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলের ওপর বসা দু’ যুবক সমন্বয়ক বীথির সাথে অশোভন আচরণ করছে। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা মোটরসাইকেল নিয়ে চলে যায়।

ফাতেমা রহমান বীথি বলেন, ‘দীর্ঘ সময় ধরে ইভটিজাররা আমাদেরকে অনুসরণ করছিল। পরে ভিক্টোরিয়া ফুডজোনে আসার পর তারা ইভটিজিং করে। বিভিন্ন বাজে মন্তব্য করে। প্রতিবাদ করলে তারা খারাপ আচরণ করে। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা এমন বাংলাদেশের জন্য আন্দোলন সংগ্রাম করি নাই। চেয়েছি সবার জন্য নিরাপদ অবস্থান। সরকারকে আরো কঠোর হতে হবে। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। ইভটিজারদের শিগগিরই গ্রেফতার এবং যথাযথ শাস্তি চাই।’

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘এ ঘটনায় সমন্বয়ক ফাতেমা রহমান বীথি শনিবার (১৫ ফেব্রুয়ারি) থানায় লিখিত অভিযোগ করেছেন। মামলা রুজু হয়েছে। সেইসাথে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।’


আরো সংবাদ



premium cement