১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ ফাল্গুন ১৪৩১, ১৬ শাবান ১৪৪৬
`

পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিল্ডিং নির্মাণশ্রমিকের মৃত্যু

- ছবি : প্রতীকী

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শাকিল (২২) নামের এক বিল্ডিং নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর সদরের হাপানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

শাকিল উপজেলার চরফরাদী ইউনিয়নের গাংধুয়ারচর গ্রামের শরীফ মিয়ার ছেলে এবং তিনি ভবন নির্মাণশ্রমিকের কাজ করতেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর সদরের হাপানিয়া এলাকায় পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার ঘেষে একটি বহুতল ভবন নির্মাণের কাজ চলছিল। শাকিল ওই ভবনে শ্রমিকের কাজ করছিলেন। এ সময় সিমেন্টের ব্যাগ মাথায় নিয়ে বিল্ডিংয়ে বারান্দার পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের মেইন লাইনের সাথে বিদ্যুতায়িত হয়। পরে অন্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর এ আলম খান জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে পল্লী বিদ্যুত সমিতির পাকুন্দিয়া জোনাল অফিসের ডিজিএম মো: শহিদুল আলম বলেন, বিল্ডিং কোড না মেনে ভবন মালিক নির্মাণকাজ করছিলেন। আমরা তাকে সতর্ক করার পর লাইন অপসারনের জন্য একটি আবেদন জমা দেয়। লাইন অপাসারন কাজ প্রক্রিয়াধীন ছিল। তারপরও ঝুঁকি নিয়ে নির্মাণকাজ করছিল তারা। এ সময় একজন শ্রমিক মারা যাওয়ার খবর পাই।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাখাওয়াৎ হোসেন বলেন, প্রাথমিকভাবে নিহতের লাশের সুরতহাল করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রকৃত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement