১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ ফাল্গুন ১৪৩১, ১৬ শাবান ১৪৪৬
`

বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ২৮

- ছবি : প্রতীকী

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার সীমান্তবর্তী নগরকান্দার ভবুকদিয়া নামক স্থানে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৮ জন।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত মুক্তি রানী দাস (৪৫) রাজবাড়ী সদরের বিনোতপুর গ্রামের দিলু কুমার দাসের স্ত্রী। আহতদের সবার বাড়ি রাজবাড়ী এলাকায় বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বরিশালের গৌরনদী থেকে বরযাত্রীবাহী বাসটি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিনোতপুরে যাচ্ছিল। পথে ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে উল্টে এ হতাহতের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রাত সাড়ে ১১টা পর্যন্ত বাসের মধ্যে আটকে ছিলেন হেলপার। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এছাড়াও ভাঙ্গার পূর্বসদরদী বাসস্ট্যান্ডে মাইক্রোবাস ও মাহিন্দ্রার সংঘর্ষে খাদে পড়ে যায় মাহিন্দ্রা। এতে আহত হন পাঁচজন যাত্রী। তাদেরকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরো সংবাদ



premium cement