১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের যুবক নিহত

রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত নূর আলম খান - ছবি : নয়া দিগন্ত

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় নূর আলম খান (৩৬) নামে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের এক যুবক নিহত হয়েছেন। রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান নিহতের পরিবার।

নূর আলম উপজেলার ওই গ্রামের উমর খানের ছেলে।

মাত্র দু’ মাস আগে কাজের সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান নূর আলম। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এছাড়া বর্তমানে তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, ধারদেনা করে দালালের মাধ্যমে দু’ মাস আগে সৌদি আরবে যান নুর আলম। সেখানে বিভিন্নস্থানে কাজের সন্ধানে ছিলেন তিনি। খুঁজতে থাকেন। গত ২০ জানুয়ারি কাজের সন্ধানে বেরিয়ে সৌদি আরবের রিয়াদে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে তাকে রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাকালে অপারেশন করে তার দু’টি পা কেটে ফেলা হয় বলে জানা গেছে।

নিহতের আত্মীয় মাহফুজ খান নামে এক ব্যক্তি জানান, দু’টি পা কেটে ফেলা হয়েছে-এমন দৃশ্য দেখে স্ট্রোক করে গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মারা যান নূর আলম। এরপর বুধবার বিকেলে সেখান থেকে এলাকার একজন ফোন করে তাদেরকে এ খবর জানায়।

তার এমন মর্মান্তিক মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম চলছে। লাশ দেশে আনার জন্য চেষ্টা চালাচ্ছেন তারা।


আরো সংবাদ



premium cement
তিন ঘণ্টা পর খাগড়াছড়ি কারাগারের জেলারকে উদ্ধার, দায়িত্ব হস্তান্তর চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ডে ৩০ টন লোহার স্ক্র্যাপসহ ২৮ দুষ্কৃতিকারী আটক ইসলামী শাসন ব্যবস্থাই জাতিগঠনের একমাত্র পথ : প্রফেসর আসাদুল্লাহ ‘প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তার অপপ্রচার মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে’ খালেদা জিয়া রোজার ঈদের পরে দেশে ফিরতে পারেন ‘বিশেষ কম্বিং অপারেশন’-এ বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ আখতার উদ্দিন ‘অপারেশন ডেভিল হান্ট’ বিএনপি আ’লীগ থেকে কতটা আলাদা ৩ হাজার কোটি টাকার ‘সুকুক’ বন্ড ছাড়বে বাংলাদেশ ব্যাংক শবেবরাত উদযাপন : প্রসঙ্গ কথা উচ্চ শব্দে অতিষ্ঠ ঢাবি শিক্ষার্থীরা, তোপের মুখে ২৬ মাইক বন্ধ

সকল