ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, পুলিশ আপনাদের সাথে আছে : জিএমপি কমিশনার
- আজিজুল হক, গাজীপুর মহানগর
- ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৪
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন, পুলিশ আপনাদের সাথে আছে, প্রশাসন আপনাদের পাশে আছে। কখনোই আর ‘ওই হায়নার দল’ মাথা চারা দিয়ে উঠতে পারবে না।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় গাজীপুর রাজবাড়ি মাঠে শহীদ আবুল কাসেমের জানাজা পূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় জিএমপি কমিশনার আরো বলেন, জনগণের রাজনীতি যারা করে আমরা তাদের সাথে কাজ করতে চাই। আমরা জনগণকে নিয়ে সব সন্ত্রাসীকে দমন করতে চাই। সব ক্রিমিনালকে আইনের আওতায় আনতে চাই।
তিনি বলেন, অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে অনেক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। আমরা বিশ্বাস করি সন্ত্রাসীরা কোনো দলের হয় না। ফ্যাসিবাদ কোনো দলের হয় না। যারা রাজনীতি করে তারা ফ্যাসিবাদ হয় না। হতে পারে না। রাজনীতি আর ফ্যাসিবাদ এক জিনিস নয়।
‘ফ্যাসিবাদ গত ১৫ বছর পুলিশকে জনগণের বিপক্ষে ব্যবহার করেছে’ উল্লেখ করে কমিশনার বলেন, আমরা অঙ্গীকার করছি, যারা জনগণের কাজ করবে পুলিশ তাদেরই পাশে থাকবে। কখনো যদি ফ্যাসিবাদ মাথাচাড়া দেয় জনগণকে সাথে নিয়ে পুলিশ তা রুঁখে দেবে।