সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু
- লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
- ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫০
ঢাকা-মাওয়া অ্যাক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত (৬০) এক পথচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে অ্যাক্সপ্রেসওয়ের উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তবে নিহত ব্যক্তি ভিক্ষাবৃত্তি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, উপজেলার নিমতলা আন্ডার পাসের এক হাজার গজ দক্ষিণে ঢাকা-মাওয়া অ্যাক্সপ্রেসওয়ের ঢাকামুখী সার্ভিস লেনে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন।
ওসি বলেন, চালকের বেপরোয়া গতির ফলে ঘটনাটি ঘটতে পারে। গাড়িটি আটক করা যায়নি।
লাশ হাঁসাড়া হাইওয়ে থানায় রয়েছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। অ্যাক্সপ্রেসওয়েতে সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা